Monday, 14 December 2015

এসডিপিআই সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে।



Social Democratic Party of India
41 & 45/2 Kazipara Lane, Shibpur, Howrah 711 102
Tel: 09735422505, | bengalsdpi@gmail.com | www.sdpi.in/West_Bengal

সংবাদ বিবৃতি
এসডিপিআই সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে।
কলকাতা, ১৪ ডিসেম্বরঃ           সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া দেশ জুড়ে ১০-৩১ ডিসেম্বর, ২০১৫ “নতজানু না হয়ে রুখে দাঁড়ান” এই স্লোগানের ব্যানারে সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। হিন্দু ফ্যাসিস্ট শক্তি পরিচালিত বিজেপি কেন্দ্রে আসিন হওয়ার পর থেকে দলিত, মুসলিম ও লেখক-বুদ্ধিজীবীদের উপর আক্রমণ ও হত্যা ক্রমশ বেড়ে চলেছে। নাগরিকদের ব্যক্তি স্বাধীনতাকে হরন করতে চাইছে। এমনকি কে কী খাবে সেটাও তারা নির্দিষ্ট করে দিতে চাইছে। ফলে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা হুমকির সম্মুখীন। সম্প্রীতি ও সহাবস্থানকে হুমকি দিচ্ছে এই সাম্প্রদায়িক সন্ত্রাস।
মূল্যবৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, কৃষক স্বার্থ বিরোধী জমি বিল, শ্রমিক ইউনিয়নের সংঘবদ্ধ আন্দোলনে লাগাম, উদারনৈতিক এফডিআই পলিসি, যায়নবাদী ইজরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক আঁতাত, প্রকৃতি বিরুদ্ধ খনন পরিকল্পনায় আদিবাসীদের আশ্রয়চ্যুতি ইত্যাদির ফলে দুর্দশা ও বঞ্চনায় হাহাকার করছে দেশ। এই অবস্থায় ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক শক্তির ছোবল থেকে দেশবাসীকে রক্ষা করার উদ্দেশ্যে “নতজানু না হয়ে রুখে দাঁড়ান” এই স্লোগানের ব্যানারে অভিযান চালানো হচ্ছে।

দেশের সর্বত্রই নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই অভিযান চলছে। গত ১০ ডিসেম্বর ব্যাঙ্গালোর শহরে জনসভার মধ্য দিয়ে এই অভিযানের সূচনা হয়েছে। দেশের ৬টি বড় শহর কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, আলিগড়, পাটনা ও জয়পুরে জাতীয় সেমিনার করা হচ্ছে। গতকাল ১৩ ডিসেম্বর কলকাতার মৌলানা আলি যুব কেন্দ্রে সেমিনার হয়। আগামি ১৯-২০ ডিসেম্বর মুর্শিদাবাদ ও মালদহে ৩টি সেমিনার হবে।
লিফলেট, পোস্টার, পথনাটিকা, সেমিনার, ডকুমেন্টারি, কবিগান, জনসভা ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ কে সচেতন করা হচ্ছে এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানানো হচ্ছে।
আগামি ২১শে ডিসেম্বর দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিযান করা হবে। মহামান্য রাষ্ট্রপতিকেও স্মারকলিপি প্রদান করা হবে।
ধন্যবাদান্তে
অধ্যাপক (ডঃ) মুহাম্মদ আফসার আলি
সাধারণ সম্পাদক,
এসডিপিআই, পশ্চিমবঙ্গ



No comments:

Post a Comment