Thursday, 4 June 2015

এসডিপিআই- এর নতুন রাজ্য কমিটি গঠন



               মউলা আলি যুব কেন্দ্রে গঠিত হয়ে গেল এসডিপিআই- এর নতুন রাজ্য কমিটি।২০১৫-২০১৮ এই তিন বছরের জন্য নতুন ভাবে গঠিত হল সোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য কমিটি।  নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন তায়েদুল ইসলাম , সহ সভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন,  মুহাম্মদ সাহাবুদ্দিন, মুহাম্মদ ওমর খান এবং শক্তিপদ বাদ্যকর।  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর মুহাম্মদ আফসার আলী। রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন ২ জন , আফতাব আলম এবং নাজমা কয়াল।   রাজ্য কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মইনুদ্দিন চিস্তি। এবারের রাজ্য কমিটি ১৫ সদস্যের ।



No comments:

Post a Comment