Sunday 7 June 2015

প্রেস বিজ্ঞপ্তি

পিংলার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে SDPI-এর দাবি

এসডিপিআই নিউজ নেটওয়ার্ক :৬ই মে বুধবার রাত্রে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মনবাড়ের বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে বেশ কিছু মানুষের মৃত্যু আশপাশের এলাকা ভস্মিভুত হয়ে গেছে। বিস্ফোরণের ভয়াবহতায় ছিন্নভিন্ন দেহ দূরে গাছের ডালেও আটকে থাকতে দেখা গেছে। ভূমিকম্পের ন্যায় মেঝেতে ধ্বস চিড় ধরেছে। এই ভয়াবহতা প্রমান করে শুধু বাজি নয়,শক্তিশালী বোমাও তৈরী হতো এই কারখানায়।কারখানার মৃত শ্রমিকরা মূলত কিশোর,দারিদ্র অশিক্ষিত-  এসবের সুযোগ নিয়ে এদের দালাল মারফত বাইরে থেকে আনা হয়। আধিকাংশই মুর্শিদাবাদের সুতি ব্লকের নতুন চাঁদপাড়া গ্রামের।এই গ্রামেরই কমপক্ষে ১২টি শিশুর প্রাণনাশ ঘটেছে।

এই বিস্ফোরণকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। প্রথমতঃ এই ঘটনা আবার প্রমান করলো দেশে অবাধে চলছে ভয়াবহ অবৈধ কারখানা। দ্বিতীয়ত্বঃ বাজি কারখানার আড়ালেও চলছে বোমা তৈরীর কারবার যা মূলতঃ রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে ব্যবহার করা হয়। তৃতীয়তঃ দেশে শিশু-শ্রমিকদের অবৈধ ব্যবহার আজও অবাধ। এখানে বেছে বেছে শিশুদের কাজে ব্যবহার করা হতো।

জানা গেছে কারখানার মালিক রঞ্জন মাইতি রাজ্যে ক্ষমতা বদলের সঙ্গে নিজের রাজনৈতিক পরিচয় বদলে ফেলেন। এখন তিনি তৃনমূলের নেতা প্রসঙ্গত বলা যায় একই চরিত্র লক্ষ্য করা যায় মুর্শিদাবাদের সমশেরগঞ্জের বাসুদেবপুরের মদের কারবারি জগন্নাথ চৌধুরী-সুনিল চৌধুরীদের ক্ষেত্রেও তাদের ঘরেও গত ১৫ই নভেম্বর ২০১৪ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, অথচ এলাকার জনগণের দাবী মেনে আজ পর্যন্ত কোন তদন্ত করা হয়নি। উল্লেখ্য, “মদ বিরোধী আন্দোলনের নেতাহাজি আখতার হোসেন খুনে এই মদের কারবারিদের হাত ছিল বলে এলাকার মানুষের অভিযোগ স্বভাবতই পিংলাকান্ডে প্রশ্ন দেখা দিয়েছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের শাস্তি হবে কি না?

মানবিকতা ও ন্যায়বিচারের স্বার্থে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া(SDPI) – পিংলার বিস্ফোরণ কান্ডের ব্যাপারে নিম্নোক্ত দাবীগুলি জোরালোভাবে করছেঃ-
  ১। পিংলায় বেআইনি প্রাণঘাতী বিস্ফোরক পদার্থ্য তৈরির  কারখানার মালিক রঞ্জন মাইতির ফাঁসি চাই।
  ২। নিহতদের পরিবারের  এককালীন আর্থিক ক্ষতিপূরণ  চাই।
  ৩। নিহতদের পরিবারপিছু একজনের সরকারি চাকরি চাই।

  বাজি কারখানা,বিড়ি কারখানা,ইটভাটা সহ যাবতীয় কারখানায় শিশু-শ্রমিকদের কাজে লাগানো কঠোরভাবে    নিষিদ্ধ করা এবং অপরাধীদের শাস্তি চাই।

No comments:

Post a Comment